পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

এবার বাউলের কণ্ঠে জাতীয় সংগীত.. - বাউলের কণ্ঠে জাতীয় সংগীত

By

Published : Aug 17, 2019, 6:37 PM IST

অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়ার উদ্যোগে জাতীয় সংগীত গাইলেন বাউলরা। কেন শুধুমাত্র সেলেব্রিটি বা তাবড় গায়কদেরই দেখা যাবে জাতীয় সংগীত গাইতে? কেন আমরা মাটির মানুষ বাউলদের সেই গান গাইতে শুনব না? এই প্রশ্ন তুলেছেন উদ্যোক্তারা। আর প্রশ্ন থেকেই উত্তরের সন্ধান শুরু হয়। অবশেষে পাওয়া যায় উত্তর। বাউলদের দিয়ে জাতীয় সংগীত গাওয়ানোর পরিকল্পনা আসে মাথায়। যেই ভাবা সেই কাজ। বোলপুরের 2 লোকসংগীত শিল্পী রাজু দাস বাউল ও রিনা দাস বাউল , মিউজিক অ্যারেঞ্জার অভিজিৎ আচার্য ও ভিডিয়ো ডিরেক্টর প্রতীক দাসের তত্ত্বাবধানে নতুন এই মিউজ়িক ভিডিয়োটি তৈরি হয়েছে। গানের রেকর্ডিংয়ে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।

ABOUT THE AUTHOR

...view details