মুক্তি পেল 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য' - বাংলা ছবি
পরিচালক হিসেবে প্রতিম ডি গুপ্ত এর মধ্য়েই দর্শকের মধ্য়ে একটা প্রত্যাশা তৈরি করে ফেলেছেন নিজের ব্যাপারে। তাঁর 'সাহেব বিবি গোলাম' বা 'মাছের ঝোল' বেশ সাড়া ফেলেছিল সিনেপ্রেমীদের মনে। এবার তিনি থ্রিলার তৈরি করেছেন 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য'। অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী ও পাওলি দাম। গতকাল হয়ে গেল সেই ছবির প্রিমিয়ার। উপস্থিত ছিল ETV ভারত সিতারা।