পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

300 পর্বের মাইলস্টোন পার করল 'নিশির ডাক' - Bengali serial

By

Published : Nov 15, 2019, 9:33 AM IST

Updated : Nov 15, 2019, 12:50 PM IST

দেখতে দেখতে 300 পর্বের মাইলস্টোন পেরিয়ে গেল 'নিশির ডাক'। শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন সুপারন্যাচলার কার্যকলাপের মাধ্যমে দর্শকের মনোরঞ্জন করে এসেছে এই ধারাবাহিক। ভয়, রাগ, হিংসার সঙ্গে সমানতালে প্রেম, ভালোবাসা, যত্নও জায়গা করে নিয়েছিল চিত্রনাট্যে। সব মিলিয়ে এন্টারটেনমেন্টের ফুল ডোজ় বলা যেতে পারে 'নিশির ডাক'-কে। এদিন ধারাবাহিকের শুটিং ফ্লোরে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।
Last Updated : Nov 15, 2019, 12:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details