শচীন দেববর্মনের মৃত্যুবার্ষিকীতে হিন্দুস্তান রেকর্ডসের শ্রদ্ধার্ঘ্য - Sachin deb burman news
শচীন দেববর্মনের মৃত্যুদিন উপলক্ষ্যে বিশেষ শ্রদ্ধা হিন্দুস্তান রেকর্ডসের। শচিন কর্তা বাংলা ভাষায় 112 টি সিঙ্গল রেকর্ড করেছিলেন, হিন্দি ভাষায় 21 টি সিঙ্গল, 13 টি হিন্দি ছবির গান ও 17 টি বাংলা ছবির গানের একটি সংকলন প্রকাশিত হল বইয়ের আকারে। নাম 'শচীন দেববর্মন গীত সম্ভার'। বইটি লিখেছেন গায়ক সুব্রত দেবনাথ। বইটির সূচনা লিখেছেন জটিলেশ্বর মুখার্জি। শচীন কর্তার সিঙ্গল গানের পাশাপাশি স্ত্রী মীরা দেববর্মনের সঙ্গে তাঁর গাওয়া ডুয়েটগানগুলো এবং বেশ কিছু মজার ঘটনাও স্থান পেয়েছে এই বইতে। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, সিধু, সুব্রত স্বয়ং ও হিন্দুস্তান রেকর্ডসের কর্ণধার। উপস্থিত ছিল ETV ভারত সিতারা। দেখে নিন ভিডিয়োয়...
Last Updated : Nov 9, 2019, 12:14 PM IST