"এদেশের রাজনীতি গোল্লায় গেছে", 'সত্যমেব জয়তে'-র প্রিমিয়ারে অরিন্দম - অরিন্দম শীল
স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ গতকাল মুক্তি পেল অরিন্দম শীল পরিচালিত ছবি 'সত্যমেব জয়তে'। নাম শুনেই বোঝা যাচ্ছে দেশপ্রেম সম্বন্ধিত ছবি এটি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, রোশনী ভট্টাচার্য সহ আরও অনেককে। ছবিটি গতকাল থেকেই একটি ওয়েব প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে। পরিকল্পনা রয়েছে প্রেক্ষাগৃহ ও টেলিভিশনেও ছবিটি রিলিজ় করার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরিন্দম শীল, মমতা শংকর, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ সহ আরও অনেকে।