পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

অভিনবত্বেই মাত, 'সমসারা'র প্রিমিয়ারে চাঁদের হাট - Ritwik Chakrabarty

By

Published : Aug 3, 2019, 4:23 PM IST

মুক্তি পেয়েছে সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহ পরিচালিত ছবি 'সামসারা'। ছবিটি প্রযোজনা করেছে ফ্রাইডে অ্যান্ড কোম্পানি। প্রযোজক ইন্দ্রজিৎ চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ছবিতে। দক্ষিণ কলকাতার একটি শপিং মলের মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির প্রিমিয়ার। সেখানে বসেছিল চাঁদের হাট। ছবির প্রিমিয়ার শো দেখতে এসেছিলেন অনেকেই। সবার প্রতিক্রিয়াতে একটাই ব্যাপার কমন। সেটা হল 'সামসারা'-র অভিনব ভাবনা। প্রিমায়ারে উপস্থিত ছিল ETV ভারত সিতারাও। দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details