"রাতে ঘুম থেকে উঠে সিঙারা খাই", ভাইফোঁটায় জানালেন প্রসেনজিৎ - Prosenjit Chatterjee with Pallabi Chatterjee
সারা বছর ডায়েট চললেও ভাইফোঁটার দিন সিঙারা-মিষ্টি মাস্ট প্রসেনজিৎ চ্যাটার্জির। বোন পল্লবীর চ্যাটার্জি সমস্ত আয়োজন করে আজ দাদার কপালে ফোঁটা দিলেন। আর সাদা পাঞ্জাবী আর ধুতি পরে একেবারে ট্র্যাডিশনাল ভাবে ফোঁটা নিলেন প্রসেনজিৎ। সঙ্গে ছিলেন শর্মিলা সিং ফ্লোরা। তিনিও ফোঁটা দিলেন অভিনেতাকে। সব মিলিয়ে একটা জমজমাট দিন কাটল ভাই-বোনের। দেখে নিন ভিডিয়োতে...
Last Updated : Oct 29, 2019, 11:40 PM IST