'নিশির ডাক'-এর সেটে ETV ভারত সিতারা... - Nishir Daak
যে শ্রীময়ীর কোনওদিন মা হওয়ার সম্ভাবনা ছিল না, সে হঠাৎই মা হতে চলেছে। এই খবর খুবই আনন্দের পুরো পরিবারের জন্য। আসলে নিশির নখের আঁচড়েই প্রেগনেন্ট হয়েছে শ্রীময়ী। এই খবর এখনও কেউ জানে না। তবে মাঝেমাঝেই শ্রীময়ী অসুস্থ হয়ে পড়ছে। সেই নিয়ে বেশ দুশ্চিন্তায় সবাই। গল্পের নতুন চমক সম্পর্কে জানতে ETV ভারত সিতারা পৌঁছেছিল ধারাবাহিকের সেটে। দেখুন ভিডিয়োয়।