পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

টেলিভিশনের প্রথম মিউজ়িকাল গেম শো 'স্টার্ট মিউজ়িক' - Start Music

By

Published : Nov 20, 2019, 8:58 PM IST

টেলিভিশনে মিউজ়িকাল শো তো অনেক হয়। কিন্তু, এই প্রথম মিউজ়িকাল গেম শো শুরু হচ্ছে টেলিভিশনের পরদায়, নাম 'স্টার্ট মিউজ়িক'। সেই শোয়ের হোস্ট সৌরভ দাস। সৌরভ এর আগেও টিভি প্রোগ্রাম সঞ্চালনা করেছেন। প্রতি ধারাবাহিক থেকে 4জন করে থাকবেন এই শোয়ের এক একটি টিমে। তাঁরা বাথরুম সিঙ্গার হতে পারেন আবার সুগায়কও হতে পারেন। তাঁদের সুর বিচার না করে শুধুমাত্র অংশগ্রহণের মজাটাই নেওয়া হবে এই শোয়ে, চিনে নিতে হবে গান। শুনে নিন সৌরভের বক্তব্য...

ABOUT THE AUTHOR

...view details