সন্তান না মা? কোন পথ বেছে নেবে রামপ্রসাদ? - Bengali serial
রামপ্রসাদের মেয়েরা বড় হচ্ছে। তাদের বড় করে তুলতে প্রয়োজন অনেক অর্থের। তাই রামপ্রসাদকে নতুন কাজের সন্ধান করতে হবে। মেয়েদের প্রাধান্য দিতে গিয়ে মা কালীর পুজোয় ঘটবে ব্যাঘাত। কী করবে এখন রামপ্রসাদ? উত্তর জানতে 'মহাতীর্থ কালিঘাট' ধারাবাহিকের সেটে ETV ভারত সিতারা। সেখানে আমাদের সঙ্গে কথা বললেন ধারাবাহিকের প্রধান তিন চরিত্র শ্রীজিতা মুখার্জি, সঞ্চয়িতা দাস, দেবাঞ্জন চ্য়াটার্জি।