দীর্ঘদিন পর পুজোর অ্যালবাম, মুক্তি পেল কুমার শানুর 'খেয়ালী দিন' - Kumar Sanu new album
পুজোর সময় বাংলা গানের অ্যালবাম মুক্তি পাওয়ার চল ধীরে ধীরে উঠে যাচ্ছে। তবে দীর্ঘদিন পর সেই নস্ট্যালজিয়া ফিরিয়ে আনলেন কুমার শানু ও আশা অডিয়ো। মুক্তি পেল নতুন অ্যালবাম 'খেয়ালী দিন'। পুজোর গানের সঙ্গে সঙ্গে সেখানে থাকবে রোম্যান্টিক গানও। কুমার শানুর সঙ্গে ডুয়েট গেয়েছেন মৌসুমি। মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে মুক্তি পেল অ্যালবামটি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রশিদ খান। সেখানে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।