শ্যামার পরিবর্তে কণ্ঠ হারাল নিখিল... - কৃষ্ণকলি
শ্যামা আর নিখিলের জীবনকাহিনি মনে ধরেছে দর্শকের। তাদের দুঃখে যেমন দুঃখ পায় দর্শক, তেমন আনন্দে আনন্দও পায়। সম্প্রতি সামনে আসা 'কৃষ্ণকলি'-র প্রোমোয় দেখা গেছে রাধারানীর চক্রান্তে শ্যামার পরিবর্তে নিখিলের কণ্ঠস্বর রোধ হয়ে গেছে। গল্পে আসছে আরও চমক। দেখা যাবে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।