পরিবারের সকলকে বাঁচাতে বদ্ধপরিকর জয়ী - জয়ী
সুকুমারের থেকে যেন নিষ্কৃতি নেই জয়ীয়ের। ধারাবাহিকের সেই শুরু থেকে বিভিন্ন ভাবে জয়ী ও তার পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সুকুমার। এই সপ্তাহেও দেখা যাবে একই ঘটনার পুনরাবৃত্তি। সুকুমার তার শাগরেদের মাধ্যমে জয়ীদের বাড়িতে বোম রেখেছে। সে কথা জানতে পেরে জয়ী ছুটে গেছে পরিবারকে বাঁচাতে। সে কি সফল হবে? উত্তর আছে 'জয়ী' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।