পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

শেষ হতে চলেছে 'জয়ী', শুনে নিন অভিনেতাদের বক্তব্য... - Bengali serial

By

Published : Aug 9, 2019, 1:02 PM IST

অনাথ মেয়েটির স্বপ্ন ছিল সে ফুটবলার হবে। খেলার মাঠে তাই সে ছেলে সেজে যেত। গল্পের শুরু হয়েছিল এভাবেই। অনেক বাধাবিপত্তি পেরিয়ে জয়ী শেষপর্যন্ত ফুটবল খেলতে পেরেছিল। তবে শুধুমাত্র একজন ফুটবলার হিসেবেই নয়, একটা বাড়ির বউ হিসেবেও সে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করেছে। গল্পে এসেছে অনেক পরিবর্তন। জয়ীয়ের জীবনে এসেছে তার সন্তান জিকো। প্রতিবন্দ্বী জিকোর চোখেও ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল। সেটা পূরণের দায়িত্ব নিয়েছিল জয়ী। এভাবে এগোতে এগোতে অবশেষে এসেছে গল্পের শেষ মুহূর্ত। শেষ হতে চলেছে 'জয়ী'। কী বললেন ধারাবাহিকের জয়ী?

ABOUT THE AUTHOR

...view details