'জাহানারা' ধারাবাহিকের শেষ দিনে চোখের জলে ভাসল টিম - জাহানারা বাংলা ধারাবাহিক
গত বছরের মাঝামাঝি সময়ে টেলিভিশনের পরদায় শুরু হয়েছিল ধারাবাহিক 'জাহানারা'। মুসলিম ঘরের এক প্রতিবাদী মেয়ের গল্প মন কেড়েছিল দর্শকের। তবে শুরু মানেই তার শেষ রয়েছে। তাই গল্পকে জোর করে টেনেহিঁচড়ে না নিয়ে গিয়ে শেষ হল এই ধারাবাহিক। শুটিংয়ের শেষ দিনে কমবেশি সবার চোখেই জল। প্রত্যেকে শেয়ার করলেন নিজেদের অভিজ্ঞতা। ETV ভারত সিতারার ক্যামেরায় তোলা রইল সেই মুহূর্ত...