জাহানারা ধারাবাহিকের সেটে ETV ভারত সিতারা - Jahanara
'জাহানারা' ধারাবাহিকে আসছে নতুন চরিত্র। তার নাম মুমতাজ। মুমতাজই এখন জাহানারার জীবনে নতুন বিপদের নাম। এই চরিত্রে দেখা যাবে শ্রীমা ভট্টাচার্যকে। অর্থাৎ কাহিনিতে আসছে বিশাল মোড়। তার আগে ধারাবাহিকের সেটে ঢুঁ মারল ETV ভারত সিতারা।