পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মা-ই মুক্তি, বলছেন 'গোত্র'-র পরিচালক নন্দিতা-শিবু - Tollywood

By

Published : Jul 27, 2019, 7:56 PM IST

'গোত্র' ছবির প্রধান চরিত্র মুক্তিদেবী। যাকে পরদায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী অনুসূয়া মজুমদার। কোথা থেকে এল এই চরিত্রের অনুপ্রেরণা? ETV ভারত সিতারাকে জানালেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দু'জনেই বললেন যে, তাঁদের মায়ের কথা ভেবেই মুক্তিদেবীর চরিত্রটি তৈরি করা হয়েছে। নন্দনে 'গোত্র' ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন পরিচালকদ্বয়, অনুসূয়া মজুমদার, মানালি দে, নাইজেল আকারা, খরাজ মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী সহ আরও অনেকে। উপস্থিত ছিল ETV ভারতও।

ABOUT THE AUTHOR

...view details