মুক্তি পেল ঋতুপর্ণার নতুন ছবি 'একটি সিনেমার গল্প'-র ট্রেলার - Ekti Cinemar Golpo Film
মুক্তি পেল ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি 'একটি সিনেমার গল্প'-র ট্রেলার। একটা সময়ে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ছবি নিয়ে জটিলতা দেখা দিত। কিন্তু সেই পরিস্থিতির উন্নতি ঘটেছে অনেকটা। তাই ওপার বাংলায় মুক্তি পাওয়ার পর আলমগীর পরিচালিত 'একটি সিনেমার গল্প' মুক্তি পেতে চলেছে এপার বাংলায়। বাংলাদেশে ইতিমধ্যেই ছবিটি পাঁচটি জাতীয় পুরস্কার পেয়েছে। তাই এদেশেও এই ছবির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সবাই। ঋতুপর্ণার বিপরীতে ছবিটিতে রয়েছেন আরিফিন শুভ। দেখে নিন ভিডিয়ো...