শুধু শরীর নয়, মন থেকে মুক্ত হওয়াই 'ট্রান্সফর্মেশন' - Fashion Show
আমাদের জীবনে যেমন উত্থান রয়েছে তেমন পতনও রয়েছে। তবে থেমে যাওয়া উচিত নয়। মানসিক ভাবে ভেঙে না পড়ে এগিয়ে যাওয়াই জীবন। ঠিক এরকমই একটা থিম নিয়ে ফ্যাশন শো 'ট্রান্সফর্মেশন'। এই শোয়ের প্রতিযোগীরা এদিন শোনালেন কীভাবে তাঁরা তাঁদের যন্ত্রণার দিনগুলো পিছনে ফেলে আজ এই জায়গায় পৌঁছেছেন। শোয়ের বিচারকমণ্ডলীও ছিল দেখার মতো। নুসরত জাহান, ডোনা গাঙ্গুলি, প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিচা শর্মা, ওডিসি ডান্সার সৌমেন্দ্র-সৌমজিৎ প্রমুখ। দেখে নিন ভিডিয়ো...