"ঠাকুরপো, আমি এসে গেছি", ডাক দিলেন 'বৌদি' ফ্লোরা
ফের ঠাকুরপোদের ঘুম কেড়ে নিতে আসছে বৌদি। কারণ হইচইয়ের প্ল্যাটফর্মে শুরু হচ্ছে 'দুপুর ঠাকুরপো সিজ়ন ৩'। বৌদি কে হবে সেই নিয়ে একটা উত্তেজনা ছিলই দর্শকের মধ্যে। অবশেষে জানা গেল ফ্লোরা সাইনি এই ভূমিকায় অভিনয় করছেন। এই সিরিজ়ের ঠাকুরপোরা হলেন পলাশ চতুর্বেদী, অনিরুদ্ধ গুপ্ত, ঋত্বিক মুখার্জি, সর্বজয় দে, অয়ন ভট্টাচার্য, সুমনা ভট্টাচার্য, জয়প্রকাশ পাল, অভিজিৎ গুহ। অভিনয় করতে দেখা যাবে গায়িকা জোজোকেও। সিরিজ়টির পরিচালক শুভ প্রামাণিক ও সংগীত পরিচালক অম্লান চক্রবর্তী।