পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

'দোহার'-এর ২০ বছরের পথচলায় সঙ্গী ETV ভারত সিতারা - Bengali Folk Music

By

Published : Aug 8, 2019, 1:20 PM IST

১৯৯৯ সালের ৭ অগাস্ট দর্শকের সামনে আত্মপ্রকাশ করেছিল 'দোহার'। চোখের পলকে কেটে গেছে ২০ বছর। দলের কান্ডারি কালিকাপ্রসাদের চলে যাওয়ার পরও তাঁর স্বপ্ন, তাঁর দেখানো পথ ধরেই এগিয়ে চলেছে 'দোহার'। দলের এই বিশেষ দিন উপলক্ষ্যে শিশির মঞ্চে আয়োজন করা হয়েছিল এক বিশেষ সন্ধ্যার। সেখানে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।

ABOUT THE AUTHOR

...view details