পরিবরের ভাঙন কি আটকাতে পারবে রণ আর অনু ? - বাংলা ধারাবাহিক চিরদিনই আমি যে তোমার
'চিরদিনই আমি যে তোমার' ধারাবাহিকের সেটে ETV ভারত সিতারা । ধারাবাহিকে এখন টানটান উত্তেজনা । যে আবির মৃত বলে জানে সবাই, সেই আবির ফিরে এসেছে সকলের অজান্তে । শুধুমাত্র অনু দেখতে পাচ্ছে তাকে, সে অনুকে ব্ল্যাকমেলও করেছে । সব মিলিয়ে টানটান চিত্রনাট্যে জমজমাট ধারাবাহিক । দেখে নিন ভিডিয়ো...