দূরত্ব কি কমবে রণদীপ ও অনুরাধার? - Bengali Serial
সদ্য শুরু হওয়া বাংলা ধারাবাহিক 'চিরদিনই আমি যে তোমার' দর্শকের মন কেড়ে নিয়েছে। এর আগে দর্শক দেখেছিলেন অনুরাধার অনুরোধে তাকে বিয়ে করতে অস্বীকার করে রণদীপ। তবে রণদীপ মনে মনে অনুরাধাকে ভালোবেসে ফেলেছে। সে চাইছে তাকে কাছে পেতে। কিন্তু, এখন বাধা হয়ে দাঁড়িয়েছে তার পরিবার। কী হবে রণদীপ আর অনুরাধার? উত্তর জানতে ETV ভারত সিতারা পৌঁছে গেছিল ধারাবাহিকের সেটে। দেখুন ভিডিয়ো...