প্রথমবার দেখেই পাত্রী অনুরাধাকে ফিরিয়ে দিল পাত্র রণ - Bengali serial
নারীকেন্দ্রিক ধারাবাহিক রমরমিয়ে চলছে বাংলা টেলিভিশনে। তবে 'চিরদিনই আমি যে তোমার' পুরুষকেন্দ্রিক ধারাবাহিক। ETV ভারত সিতারাকে এমনই বলেছিলেন সিরিয়ালের নায়ক শৌভিক ব্যানার্জি। আপাতত ধারাবাহিকে দেখানো হচ্ছে যে, পাত্রীর বাড়িতে এসেছে পাত্রের বাড়ির লোকজন। তবে পাত্রীকে দেখেই তার সমালোচনা করে নিজের অপছন্দের কথা জানিয়ে দেয় পাত্র। কেন এই সিদ্ধান্ত? উত্তর খুঁজতে 'চিরদিনই আমি যে তোমার'-এর সেটে গেল ETV ভারত সিতারা।