Public Review : 'বুদ্ধুভূতুম' দেখে ছোটোবেলায় ফিরে গেলেন দর্শক
আমাদের ছোটোবেলার এক গুরুত্বপূর্ণ অংশ হল ঠাকুরমার ঝুলি। আর সেই ঠাকুরমার ঝুলির গল্প যদি বড় পরদায় ভেসে ওঠে? স্বাভাবিকভাবেই এই খবরে খুশি হবেন সিনেপ্রেমীরা। নীতিশ রায়ের 'বুদ্ধুভূতুম' দেখতে তাই সিনেমাহলে ভিড় জমিয়েছেন তাঁরা। দর্শকের কেমন লাগল গ্রাফিক্স নির্ঙর এই বাচ্চাদের ছবি? দেখে নিন ভিডিয়োয়...