'বুদ্ধুভূতুম'-এর প্রিমিয়ারে তারকা সমাবেশ - Nitish Ray
নীতিশ রায় পরিচালিত ''বুদ্ধুভূতুম' ছবির প্রিমিয়ার হয়ে গেল দক্ষিণ কলকাতার এক বিলাসবহুল শপিং মলে। সেখানে উপস্থিত ছিলেন তাঁর পরিচালক স্ত্রী নন্দিতা রায় সহ ছবির গোটা টিম। ঠাকুরমার ঝুলি অবলম্বনে এই ছোটোদের ছবি পুরোপুরি গ্রাফিক্স নির্ভর। বাংলা ছবিতে এত গ্রাফিক্সের কাজ এর আগে দেখা যায়নি। এই নতুন ধরনের প্রয়াস নিয়ে কতটা উচ্ছ্বসিত টিম? দেখে নিন ভিডিয়োয়...