কেক কেটে দু'শো পর্বের সেলিব্রেশন 'বেদের মেয়ে জ্যোৎস্না'-র সেটে - Beder Meye Jyotsna
দেখতে দেখতে 200 পর্বের মাইলস্টোন পেরোল 'বেদের মেয়ে জ্যোৎস্না'। ভালো খারাপের লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে ধারাবাহিকের গল্প। গল্পের পরতে পরতে রয়েছে টানটান উত্তেজনা। শুরু থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। দু'শো পর্ব পেরোনোর খুশিতে তাই সেলিব্রেশন হবে সেটাই স্বাভাবিক। সেটে উপস্থিত ছিল ETV ভারত সিতারা। দেখে নিন ভিডিয়োতে।