নাগরাজ্যে প্রবেশ করছে রাজকুমার, এবার কী হবে 'বেদের মেয়ে জ্যোৎস্না'-তে? - Beder Meye jyotsna
বেদের মেয়ে জ্যোৎস্না- ধারাবাহিকে দর্শক এর আগে দেখেছিলেন সুজন কামিনীর সঙ্গে ষড়যন্ত্র করে কাঞ্চন ও জ্যোৎস্নাকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে জঙ্গলে প্রবেশ করে। তবে এরই মধ্যে সুজনের মুখোশ খুলে গেছে আর তার মৃত্যু অনিবার্য বলেই শেষ হতে চলেছে সুজনের চরিত্র। ধারাবাহিকের কাহিনি এবার কোন দিকে মোড় নিচ্ছে তা জানতে ETV ভারত সিতারা পৌঁছে গেছিল 'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকের সেটে। দেখে নিন ভিডিয়োতে...