পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মানুষ আজকাল আমায় বেশি জাজ করছে : 'অসুর'-এর প্রিমিয়ারে নুসরত - নুসরত জাহানের খবর

By

Published : Jan 4, 2020, 1:18 PM IST

নতুন বছরের প্রথম বাংলা ছবি 'অসুর' । কাস্টিং থেকে শুরু করে ছবির কনটেন্ট সবকিছুতেই স্বভাবসিদ্ধ ভাবে চমক রেখেছেন পরিচালক পাভেল । জিৎ-নুসরত-আবিরের অনস্ক্রিন কেমিস্ট্রি কেমন হতে চলেছে, তা নিয়ে মুখিয়ে ছিল দর্শক । তাই মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতার বিভিন্ন সিনেমা হলে লম্বা লাইন । তারই মধ্যে দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির প্রিমিয়ার শো । উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা । উপস্থিত ছিল ETV ভারত সিতারাও । দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details