কলকাতায় স্পেশাল স্ক্রিনিং শর্ট ফিল্ম 'আনা অ্যান্ড আহানা'-র
পারিবারিক হিংসা ও নির্যাতনকে কেন্দ্র করে অ্যামেরিকা নিবাসী বাঙালি অরূপ দে পরিচালনা করলেন শর্ট ফিল্ম 'আনা অ্যান্ড আহানা'। প্রায় 130 বছর আগে নিউজ়িল্যান্ডের লেখক শার্লট পারকিন্স গিলম্যানের লেখা একটি ছোটো গল্প 'দ্য ইয়েলো ওয়ালপেপার'-এর অবলম্বনে এই ফিল্ম। ছবিটি প্রযোজনা, ক্রিয়েটিভ ডিরেকশন ও স্ক্রিনপ্লে করেছেন তন্বী চৌধুরি। তন্বী আবার পরিচালনাও করেছেন এই শর্টফিল্ম, যার নাম 'আফটার অমল'। সবে শেষ হয়েছে সেই ছবির শুটিং। প্রথম শর্টফিল্মে অভিনয় করতে দেখা যাবে জয়তী ব্যানার্জি, জিৎ, সৃষ্টি, রাঘব, রিয়া ও জয়ীকে। এঁরা প্রত্যেকেই কর্মসূত্রে অ্যামেরিকাতে থাকেন। অন্যদিকে দ্বিতীয় শর্টফিল্ম 'আফটার অমল'-এ অভিনয় করবেন বাংলার বরুণ চন্দ্র, সাগ্নিক মুখার্জি ও দেবলীনা সেন। ইভেন্টে উপস্থিত ছিল ETV ভারত সিতারা। দেখে নিন ভিডিয়ো...
Last Updated : Dec 5, 2019, 8:48 PM IST