পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পরিবেশ সচেতনতা বাড়াতে উদ্যোগী আলোকছায়া ব্যান্ড - পরিবেশ সচেতনতা বাড়াতে মিউজ়িক ভিডিয়ো

By

Published : Sep 3, 2019, 2:05 PM IST

যে হারে প্রকৃতি ধ্বংস হচ্ছে, তাতে পৃথিবীর ভবিষ্যৎ বিপন্ন। একদিকে হিমালয়ের বরফ গলে যাচ্ছে, অন্যদিকে অ্যামাজ়ন রেইন ফরেস্ট আগুনে ঝলসাচ্ছে। এরকম অনেক অ্যালার্মিং ঘটনাই ঘটছে আমাদের চারপাশে। সেই জায়গা থেকে মানুষের সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এল 'আলোকছায়া ব্যান্ড'। তাঁরা একটি মিউজ়িক ভিডিয়ো তৈরি করল যার প্রেক্ষাপট হল বাস্ত্ততন্ত্রকে বাঁচিয়ে রাখা, জল অপচয়কে বন্ধ করা ও গাছ কাটার হার হ্রাস করা। এই অনুষ্ঠান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক গৌরব চ্যাটার্জি ও আলোকছায়া ব্যান্ডের সদস্যরা। উপস্থিত ছিল ETV ভারত সিতারাও। দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details