প্রিয়ম vs প্রিয়ম : নাম নিয়ে বিড়ম্বনায় এই দুই টেলি তারকা - Bengali serial
বাংলা টেলিভিশনে একই নাম রয়েছেন দুই অভিনেতা। দু'জনের নামই প্রিয়ম। বর্তমানে দু'জনেই ব্যস্ত 'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকের কাজে। এই প্রথম একসঙ্গে কোনও একটি প্রোজেক্টে কাজ করছেন দু'জনে। পরিচালকের ডাকে সাড়া দিচ্ছেন দু'জনেই, এক জনের কলটাইমের গাড়ি গিয়ে পৌঁছচ্ছে আর এক অভিনেতার বাড়ির নিচে। সব মিলিয়ে এক কেওটিক ব্যাপার বটে। ETV ভারত সিতারার ক্যামেরায় ধরা দিলেন প্রিয়ম স্কোয়ার। দেখে নিন ভিডিয়োয়...