রজতাভ-অপরাজিতার বাড়ির এয়ারকন্ডিশন ঠিক আছে তো ? - Three Star Split
সিনেপ্রেমীদের কাছে এখন শর্টফিল্মের চাহিদা প্রচুর। তাই বড় পরদার তারকারাও হাত পাকাচ্ছেন স্টোরিটেলিংয়ের এই মাধ্য়মে। অপরাজিতা আঢ্য ও রজতাভ দত্তও এবার শর্টফিল্মের পরদায়। তাঁদের নতুন প্রোজেক্ট 'থ্রি স্টার স্প্লিট'। ছবির শুটিংয়ে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।