কর্ণ ও দুর্যোধনের বন্ধুত্বের কথাই বলেছে 'মহাভারত' নাটকটি - মহাভারত
প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম মহাভারত । সম্প্রতি হায়দরাবাদে মঞ্চস্থ হল 'মহাভারত' নাটকটি । এই নাটকের মূল বিষয় ছিল কর্ণ ও দুর্যোধনের মধ্যে বন্ধুত্ব । তাঁদের দৃষ্টিকোণ থেকেই লেখা হয় নাটকটি । মঞ্চে ফুটিয়ে তোলা হল তাঁদের বন্ধুত্ব ।
Last Updated : Dec 17, 2019, 8:44 PM IST