তাপসীর 'গেম ওভার', দেখে কী বললেন দর্শক? - বলিউড
তাপসী পান্নু আর পরিচালক অনুরাগ কাশ্যপের যুগলবন্দীতে তৈরি 'গেম ওভার'। সমালোচকেরা বেশ ভালো রিভিউ দিয়েছেন। প্রত্য়েকেই বলেছেন, তাপসী অন্য লেভেলে চলে গেছেন। তবে কতটা ভালো লাগল দর্শকের? জেনে নিন সরাসরি তাঁদের মুখ থেকে।