"ঐশ্বরিয়া ভালো থাকুক নিজের পরিবার নিয়ে", শুভেচ্ছা বিবেকের - বিবেক ওবেরয়
মুম্বই : বিবেক ওবেরয়ের মিম নিয়ে তোলপাড় চলছে বলিউডে। কিন্তু, অভিনেতা মনে করেন যে, মানুষ যেন এক শতক পিছিয়ে গিয়েছেন। কারোর একাধিক সম্পর্ক থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার আর সেই জায়গা থেকেই কিছু না ভেবে মিমটি পোস্ট করেছেন বিবেক। তাঁর কাছে আর পাঁচটা সাধারণ হাস্যকর মিমের থেকে কোনও দিক থেকে আলাদা নয় এই বিশেষ মিমটি। শুনে নিন বিবেকের বক্তব্য।