শুটিংয়ের জন্য ভোপাল পৌঁছলেন বিদ্যা - Vidya Balan shoots Sherni in Bhopal
পরবর্তী ছবি 'শেরনি'-র শুটিংয়ের জন্য ভোপাল পৌঁছালেন বিদ্যা বালন । শুটিং হবে ভোপালের বেশ কিছু জায়গায় । ভোপাল বিমানবন্দরে পৌঁছাতেই তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে আসেন ফ্যানরা । কাউকে নিরাশ না করেই সবার সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন বিদ্যা ।