ভূতের ভয় পেলে হনুমান চল্লিশা পাঠ করেন ভিকি - scary thoughts
ধর্মা প্রোডাকশনের পরবর্তী ছবি 'ভূত : দা হন্টেড শিপ'-এ অভিনয় করছেন ভিকি কৌশল । তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ভূমি পেদনেকরকে । তবে ভূতের সিনেমায় অভিনয় করলেও ভূতকে মনে মনে বেশ ভয়ই পান তিনি । আর যখনই ওই ধরনের কোনও চিন্তাভাবনা মাথায় আসে তখনই হনুমান চল্লিশা পাঠ করেন ভিকি । একটি সাক্ষাৎকারে সম্প্রতি এই কথা জানিয়েছেন তিনি । দেখুন ভিডিয়ো...