"দাদুর সব পরিশ্রম ফিল্মের জন্য, বাড়ির জন্য নয়", উত্তমকুমার প্রসঙ্গে নাতনি নবমিতা - Uttam Kumar
আজ উত্তমকুমারের 94 তম জন্মদিন। তাঁকে স্মরণ করলেন নাতনি ও অভিনেত্রী নবমিতা চ্যাটার্জি। যদিও তিনি 9 মাস বয়সে হারিয়েছেন দাদুকে, তাও তাঁর ঝুলিতে অনেক গল্প। ETV ভারত সিতারার সঙ্গে একান্তে অনেক কথা শেয়ার করলেন নবমিতা।