ডে আউট : উজান-ঋতব্রত - Ritabrata Mukherjee
এই প্রজন্মের দুই অভিনেতা। দু'জনের অভিনয়ই পারিবারিক সূত্রে পাওয়া। একজনের বাবা-মা পরিচালক-অভিনেতা। আরেকজনের বাবা নাট্য়জগতের ব্যক্তিত্ব। কথা হচ্ছে উজান গাঙ্গুলি ও ঋতব্রত মুখোপাধ্যায়কে নিয়ে। আর আজ দোলের উপলক্ষ্য়ে কলেজ থেকে বাড়ি, সারাদিনের প্ল্যান শেয়ার করে নিল ইটিভি ভারতের সঙ্গে।