"সরকার দাবি না মানলে রাস্তায় বসব", টলিগঞ্জ থেকে ডাক শঙ্কুদেবের
কলকাতা: শিল্পী ও টেকনিশিয়ানদের কল্যাণে একই সঙ্গে দুটি সংস্থা নিয়ে বিবাদ লেগেই রয়েছে। দুটি সংস্থাই নিজের মতন করে আন্দোলনের পথ বেছে নিয়েছে। একদিকে রয়েছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন আর অন্যদিকে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ (BCP)। আজ অভিনেতা তথা সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরীর উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযান শুরু করল বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ। একই সঙ্গে টলিগঞ্জ ইন্দ্রপুরী ও টেকনিশিয়ান স্টুডিয়োর পাশে BCP-র নতুন অফিসের উদ্বোধনও করা হল। কথা বললেন সংস্থার সাধারণ সম্পাদক শঙ্কুদেব পন্ডা। তিনি এই সংস্থার কর্মসূচী পরিষ্কার ভাবে জানালেন ETV ভারত সিতারাকে।
Last Updated : Jul 13, 2019, 3:33 PM IST
TAGGED:
বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ