মুক্তি পেল 'বঙ্গ ও রহস্য'-র ট্রেলার - BONG-O RAHOSHYO
মুক্তি পেল নবাগত পরিচালক সৃজিত পরিচালিত প্রথম ছবি 'বঙ্গ ও রহস্য'-এর ট্রেলার ও মিউজ়িক । ছবির গল্প তিন প্রেমিক-প্রেমিকাকে দিয়ে শুরু হলেও পরে অন্যদিকে মোড় নেয় গল্প । বিক্রমপুরের রাজবাড়ির ধনসম্পত্তির সন্ধান পায় তিনবন্ধু । সেই সম্পত্তি খুঁজে বের করতে সেই বাড়িতে যায় তারা । ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, সুমিত সমাদ্দার, মৌসুমি সাহা, শান্তিলাল মুখার্জি, বরুণ চক্রবর্তী, তিথি রায় সহ আরও অনেককে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর শুরুর দিকে ।