"মাথায় অজস্র কাজ ঘুরছে, কিন্তু কে সুযোগ দেবে?", অসহায় পার্থপ্রতিম দেব - Partahapratim Deb
কলকাতা : আমাদের বাংলাকে শিল্প-সংস্কৃতির আকর বলা হয়। বাংলা সাহিত্য, বাংলা চলচ্চিত্র, বাংলা নাটক, বাংলা গান - সব ক্ষেত্রেই একটা নিজস্ব ছাপ রয়েছে বাংলার। ভালো কাজের অন্যতম ধারক-বাহক আমাদের বাংলা। তবে এখন মানুষগুলো কেমন যেন পাল্টে গেছে। সরকারও যেন ততধিক উদাসীন। ফলে অনামী নাট্যদলগুলো আজ প্রায় বন্ধের মুখে। সরকারী ভাতা পাওয়া বন্ধ হওয়ার পর এইসব দলের কর্মীরা জানেন না যে, কতদিন আর এভাবে নাটক নিয়ে বাঁচতে পারবেন তাঁরা। থিয়েটারকর্মী পার্থপ্রতিমদেবের গলায় ফুটে এল অসহায়তা। ETV ভারত সিতারার ক্যামেরায় পার্থপ্রতিম দেব।