মুক্তি পেল সুরুচির থিম সং 'উৎসব' - suruchi theme song
মুক্তি পেল সুরুচি সংঘের এবারের পুজোর থিম সং । নাম উৎসব । এ বছরের থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মিউজ়িক ভিডিয়োটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি । ভিডিয়োতে এই প্রথম স্ক্রিন শেয়ার করেছেন নুসরত ও পরমব্রত । অ্যালবাম লঞ্চ অনুষ্ঠানে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ গাঙ্গুলি, অরূপ বিশ্বাস ।