"সরকার বাহাদুর দরজা খুললে ঢোকা হবে", নাটকের ভবিষ্যৎ নিয়ে ক্ষুব্ধ অনির্বাণ - Anirban bhattacharya angry
11 জুন থেকে শুরু হয়েছে বাংলা বিনোদন জগতের শুটিং । বাংলা ধারাবাহিক, সিনেমা, ওয়েব সিরিজ়ের শুটিং শুরু হয়েছে জোরকদমে । সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিকের নতুন এপিসোড ,মুক্তি পাচ্ছে ছবি ও ওয়েব সিরিজ় । শুধু অচল নাট্যজগৎ । সরকার কি আদৌ ভাবছে থিয়েটারের ভবিষ্যৎ নিয়ে ? হতাশ অনির্বাণ ভট্টাচার্য ।