পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

হায়দরাবাদে মহানগরের আস্বাদ, শুরু হল 'তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল' - তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল

By

Published : Dec 7, 2019, 7:31 PM IST

Updated : Dec 11, 2019, 7:57 PM IST

শুরু হল তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল 'আয়না'। নতুন পুরোনো মিলিয়ে বেশ কিছু ভালো বাংলা ছবি জায়গা করে নিয়েছে এই ফেস্টিভালে। তবে শুধু ফিল্ম নয়, খাবারের স্টল, জামাকাপড়ের দোকান সবকিছুর মধ্যেই যেন এক ছোট্ট কলকাতাকে ফুটিয়ে তোলা হয়েছে TBFF-এ। উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপর্ণা সেন, রাখি গুলজ়ার, ব্রাত্য বসু, শাশ্বত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, সোহাগ সেন সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন তেলেঙ্গানার প্রশাসনিক কর্তারাও। শাশ্বত এই ফেস্টিভালের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। নাচে গানে, বক্তৃতায় জমে উঠল উদ্বোধনী অনুষ্ঠান। সেলেব থেকে শুরু করে উদ্যোক্তারা..সবাই কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।
Last Updated : Dec 11, 2019, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details