প্রিয় অভিনেতার মৃত্যুর ভুয়ো খবরে চোখে জল, মোছালেন ভিক্টর - film star
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল অভিনেতা ভিক্টর ব্যানার্জি প্রয়াণের ভুয়ো খবর । খবর শুনে সামলাতে পারেননি ওরা । ওরা অসমের মোরান ব্লাইন্ড স্কুলের শিক্ষিকা । এই স্কুলটি ওনার বাবা বানিয়েছিলেন। অসমের মোরানে, দৃষ্টিহীনদের জন্য তৈরি এই স্কুলই এখন জীবনের অনেকটা অংশ ঘিরে। খ্যাতির জগত ছেড়ে, সেবার দুনিয়ায় যে মানুষটি এখন ব্রতী, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই, স্বাভাবিকভাবেই স্কুলের শিক্ষিকা, পরিচিতদের চোখে জল নেমে আসে। পরে ভিক্টর নিজে গিয়ে চোখের জল মোছান। মানুষগুলির ভালোবাসা তাঁকেও মুগ্ধ করে। জল নেমে আসে নিজের চোখেও। মাত্র কয়েকদিনের পরিচিত মানুষগুলোর আন্তরিকতা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেতাও ।
Last Updated : Jun 24, 2019, 6:39 AM IST