হসিন দিলরুবা : ছবির শুটিং করতে হরিদ্বারে তাপসী-বিক্রান্ত - তাপসী পান্নু
ভিনাইল ম্যাথু পরিচালিত 'হসিন দিলরুবা' ছবিতে অভিনয় করছেন তাপসী পান্নু ও বিক্রান্ত মাসে । আদ্যোপান্ত এই ক্রাইম থ্রিলারের শুটিংয়ে হরিদ্বার পৌঁছলেন দুই তারকা । একদিকে যেখানে বিক্রম নিজেকে চরিত্রের প্রয়োজনে তৈরি করতে জিমে সময় কাটাচ্ছেন, সেখানে তাপসী গঙ্গার ধারে কাটাচ্ছেন ফ্রি টাইম । ছবিটি মুক্তি পাবে 18 সেপ্টেম্বর ।