পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

গডফাদারহীন তারকা সোলাঙ্কি : সেনসিটিভ না হলে অভিনেতা কীভাবে হবে ? - সোলাঙ্কি রায়

By

Published : Dec 20, 2019, 8:43 PM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সোলাঙ্কি রায় । একদিন বিশ্ববিদ্যালয়ের মাঠে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন । হঠাৎই একজন এসে তাঁকে ডেকে নিয়ে যায় ধারাবাহিকের অডিশনের জন্য । মনের মধ্যে দ্বিধা নিয়ে চলেও যান সোলাঙ্কি । অডিশনে ওই ধারাবাহিকের জন্য তাঁকে বেছেও নেওয়া হয় । এভাবেই অভিনয় জগতে পা রাখেন তিনি । আজ আমাদের গডফাদারহীন তারকা হলেন সোলাঙ্কি রায় ।

ABOUT THE AUTHOR

...view details