"নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করা সৌভাগ্যের" - দেব
খেলা নিয়ে বাংলা সিনেমা নতুন নয় । ফুটবল নিয়েও অনেক ছবি হয়েছে । আর এবার ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে নিয়ে তৈরি হতে চলেছে ছবি । তাঁর বায়োপিক তুলে ধরা হবে স্ক্রিনে । ছবির নাম 'গোলন্দাজ'। পরিচালনায় ধ্রুব ব্যানার্জি । আগামী মাসেই সম্ভবত শুরু হবে শুটিং । তার আগে প্রস্তুতি সেরে নিচ্ছেন ছবির মুখ্য চরিত্র দেব । ETV ভারত সিতারার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শেয়ার করলেন ছবির কিছু অজানা কথা ।
Last Updated : Dec 8, 2019, 2:22 PM IST